মেঘ…
তুমি ছুঁয়ে থাকো ঐ পাহাড়কে
ভালবেসে অবলীলায়!
সাগর….
তুমি ছোঁও আকাশকে,
ঐ নীল দিগন্তরেখায়!!
আমি…
ছুঁয়ে থাকি তোমাকে
হৃদয় নিংড়ানো ভালবাসায়!
ভালবাসা…
তোমার মাঝে ডুবে দেখি
আমি বড়ই অসহায়!!
ভালবেসে…
নিজেরে নি:স্ব করি
সব দিয়ে বিনা বাঁধায়!
খুঁজি…
খুঁজে দেখি নিজেরে আমি
দেখি, আমার আমি নাই!!
ভালবাসি…
হৃদয়খানি করে উজাড়
পরম মায়া-মমতায়!
দিয়েছি সব কিছু…
নি:স্ব হয়ে আমি
বিনা প্রত্যাশায় !!
বিলিয়েছি…
জীবন, যৌবন-মন
করে অন্ধ বিশ্বাস!
কুড়িয়েছি…
দু:খ-কষ্ট, হতাশা,
জীবনে তাই হতাশ!!
এভাবে…
করেছি আমি আমার
স্বর্ণালী বসন্ত পার!
বেঁচেও মরেছি…
জ্বলে অঙ্গার হয়েছি
জীবন্ত বার বার!!
আজ…
মন চায় শুধাইতে
শুধু একটি বার !
সত্যি করে…
বলবে কিগো
আসলে তুমি কার?…!!
গল্পের বিষয়:
কবিতা