অপারগতা ভাবনায়

অপারগতা ভাবনায়

কিছু কিছু কথা আছে…
বলা যায় না, বলার নয়-
অব্যক্ত থেকে যায় ভাবনায়।

কিছু কিছু কষ্ট আছে…
সহা যায় না, সইবার নয়-
গোপনে রয় মনের বেদনায়।

কিছু কিছু ভুল আছে…
সংশোধন হয় না, সংশোধিত হবার নয়-
সুপ্ত মনে অনুতপ্তের অনুতাপ ছড়ায়।

কিছু সোনালী সময়ের অনুরাগ…
মনের মাঝে চির দিনের তরে গেঁথে যায় –
ভুলা যায় না, ভুলবার নয়।

কিছু কিছু ভাল লাগা…
স্মৃতি হয়ে রয় মনের গহীনে-
ভুলি না, ভুলা সহজ নয় ।

কিছু কিছু অমানুষ…
ভালবাসলেও আপন হয়না-
আপন স্বভাবে ক্ষতি করে যায়।

কিছু কিছু বন্ধু আছে…
সুখে-দু:খে, বিপদ-আপদে পাশে থাকে-
কখনো পর হয় না, হবার নয়।

কিছু কিছু স্বপ্ন আছে…
দেখা যায়, দেখা হয় আজীবন-
পূরণ হয়না, পূরণ হবার নয়।

কিছু কিছু আশা…
মনে সারা জীবন সুপ্ত থাকে
জীবন সংগ্রামে অগোচরে তা লুপ্ত হয়ে যায়।

তবুও…
জীবন চলে, জীবনের নিয়মে-
থেমে থাকে না, থামবার নয়।

গল্পের বিষয়:
কবিতা
DMCA.com Protection Status
loading...

Share This Post

সর্বাধিক পঠিত