বাঁচো নিজের তরে…
জাহানারা খাতুন।
কেমন আছো তুমি???
প্রশ্ন করেছো কি নিজেকে!!!
নাস্তা তুমি করেছো কি-
নাকি বিরত রোজা রেখে।
রাধছো তুমি, বাড়ছো তুমি
করছো সকল কাজ!!!
যাদের সুখে করছো তুমি
নেইতো তাদের লাজ।
তুমি কি যন্ত্র? খাটায় রোজ
কাজ শেষে তো নেয় না খোজ!!!
কাজ করে কি বা পেলে???
যায় আসে কি তুমি গেলে।
অনেক করেছো…
থামো, দেখো জগতটাকে!!!
ভাবো কত সুন্দর
ভালোবাসো জীবন কে।
ঘুরে বেড়াও…
প্রকৃতির সবুজে, খোলা আকাশে!!!
দম নাও খোলা হাওয়ায়
বাঁচো না নিজের তরে।
ভালো থাকো…
অনেক অনেক ভালোবাসায়
ভালোবাস জীবন কে
সুন্দর জীবনের আশায়।
গল্পের বিষয়:
কবিতা