জানো…
পহেলা বৈশাখ আসে প্রতি বছর-
খুব বেশি মনে পড়ে তোমায়।
মনে পড়ে সেই সব মধুময় স্মৃতি
হারাই বার বার নস্টালজিয়ায়।
মনে পড়ে,
সাদা পাঞ্জাবি, শাড়ী কিনতে
কত বুটিক সপে আমরা ঘুরেছি।
কত মান অভিমান করেছি।
বৈশাখের আনন্দে তা ভুলেও গেছি।
পহেলা বৈশাখ সকাল বেলা
ভালবাসো প্রমান করার জন্য
আমার দেয়া সাদা পাঞ্জাবি পড়ে
রাস্তার মোড়ে আমার জন্য
ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেছো।
রমনার বটমূলের বোমা হামলায়
কেড়ে নিয়েছে চিরতরে তোমায়
জানি আর ফিরবেনা কোনদিন!
ফিরে পাবো না কখনো!!
ভুলিনি! ভুলিনি তোমায়!! ভুলিনি সেদিন!!!
প্রতি বছর,
বৈশাখ আসে মহা সমারোহে
আমি হারিয়ে যাই নস্টালজিয়ায়
বের হতে পারি না তুমি হতে
চারি দিকে তুমি শুধু স্মৃতিময়।
জানি, বৈশাখ নতুন করে আসলেও
আসবে না তুমি আর কোনদিন…
খোঁপায় গুজবে না কাঠবেলি ফুল
চাইবে না বেড়াতে হাতটি ধরে
ফিরে আসবে না, সোনালি সেইদিন।
আমি জানি, থাকবো না আর…
কারো ভাবনায় কিংবা ভালোবাসায়-
কেউ করবে না আর রাগ- অভিমান
বছরের পরিক্রমায় আসবে বৈশাখ
আমি হারাবো না পাওয়া নস্টালজিয়ায়।
জীবন তো চলমান…
তাই জীবন যায়, জীবন এর নিয়মে…
কোকিলের গানে, মৌমাছির গুঞ্জরনে-
কৃষ্ণচূড়া, পলাশ-শিমুলের লাল রং এ
বৈশাখ আসবে যাবে, আমি রই আনমনে।
বৈশাখে হারিয়েছি তোমায়,
খুব বেশি মনে পড়ে –
বড্ড ছুঁয়ে দেখতে ইচ্ছে জাগে-
জানি, ধরা ছোঁয়ার বাইরে তুমি
সেটা তো আর সম্ভব নয়।
অন্তর জুড়ে তুমি…
চারি দিকে তোমার স্মৃতিরা ঘুরে বেড়ায়
ভুলতে চাইলেও ভুলা যায় না তোমায়
অনুভবে, ভালোবাসায় শুধু তুমি
ভুলিনি! ভুলতে পারিনা!! ভুলবো না কখনো!!!
ভালোবাসি, বলিনি তোমায়…
বড্ড বেশি ভালোবাসি
আমার ভালোবাসার জগতে
তুমি, শুধুই তুমিই আমার হয়ে
থাকবে ভালোবাসায় আজীবন।