নিরাপদে ফিরছি বলে
খুশি তোমার মন প্রান-
মুখে তুমি বলছো নাতো;
বুঝি দেখে আচরণ।
ভাবছো তুমি? বুঝি না
বুঝে আমার মন প্রান-
কষ্টে আছি এই ভাবনায়;
খুঁজছো তুমি সমাধান।
অভিমানী!!! ভীষন রকম
জানো তুমি ভাল করে-
বুঝে কেন না বোঝার;
ভান কর ছল করে।
তোমায় কত ভালবাসি
অভিমানী তাই গো-
নানা ছল ছুঁতায় আমি;
তোমায় কাছে চাই গো।
সবুজ মনকে কাছে পেতে
করি নানা আয়োজন –
জানো তুমি, বাঁচার তরে;
তোমায় কত প্রয়োজন।
ভালবাসার তরে আমি
তোমার কাছে রই গো-
ভালবাসা নিংড়ে নিংড়ে;
কাছে তোমায় চাই গো।
বেঁচে থাকার তরে ওগো
তুমি আমার প্রেরনা-
তুমি ছাড়া আমি!!!
ভাবতেই পারি না।
ভালো থাকো যদি তুমি
ভাল থাকি আমি রে-
তোমার ভালবাসায় আমি;
ডুবতে ভালবাসি রে।
তোমায় অনেক ভালবাসি
ভাল বাসি হায় রে-
তোমার ভালবাসায় আমায়;
দিও একটু ঠাই রে।
গল্পের বিষয়:
কবিতা