মারভি

মারভি

মারভি, কল্পলোকেও স্বপ্ন দেখি আমি

জানতো এজন্যই রঙিন সুপ্ত যৌবন

তবু কেন বিরহ নিশাচর রূপে বাস করে ধরাধামে ?

উত্তর টা কি দিতে পারো মারভি তুমি আমায়

গুপ্ত লুপ্ত সচারচর আমাদের চাহিদা !

আমার মহাকাল দিচ্ছে তবু আলো

গতির আনন্দ সেতো মাতাল ঘোড়া

আমার দীপ্ত পারিজাত আজও রইলো ক্ষুদ্র পরিসরে

মারভি ,তাই আজ কাঁদছি আমি দহন সরোবরে !

তালের মতো তাল তুমি দাও

তোমার অস্তিত্বে আমাকে মিশতে দাও !

তোমার সময় আমার হোক

আমার সময় হোক তোমার

তুমি কাছে এসো মারভি

আমি যে তোমার দিকেই যাচ্ছি

প্রেম সত্যি জটিল মারভি ,অনেক জটিল !?

গল্পের বিষয়:
কবিতা
DMCA.com Protection Status
loading...

Share This Post

সর্বাধিক পঠিত