এসো আঁকি

এসো আঁকি

এসো, আঁকি…
দুজন মিলে-
সবুজ গ্রামের ছবি।

সেই ছবিতে…
মেঘমুক্ত নীলাকাশে
দেয় যে উঁকি রবি।

সেই আকাশে…
উঠবে না আর ঝড়-
আসবে না কালবোশেখী।

আনন্দে…
গাইবে পাখি গান-
গুঞ্জরিবে মৌমাছি।

বাতাসে…
নদীর বুকে ভাসবে-
পাল তোলা সব নাও।

মনের সুখে..
গাইবে মাঝি ভাটিয়ারী –
জারি সারি গান।

স্বপ্নে আঁকি…
মনে মনে স্বপ্নে দেখা
স্বপ্নের সেই গাঁও।

সেই গাঁয়েতে..
সবুজময় ধানের ক্ষেতে –
বাতাসেরা আনন্দে সাঁতার কাটে।

নৌকাগুলা….
বাঁধা থাকে সারি সারি
সেই গাঁয়ের নদীর ঘাটে ।

কাশবনে…
স্বপ্ন নাচে আপন মনে
হারিয়ে আপনায়।

আমরা দু’জন…
যাবো হারিয়ে স্বপ্ন দেখায়-
স্বপ্নে আঁকা সেই না ছবির গাঁয় ।

গল্পের বিষয়:
কবিতা
DMCA.com Protection Status
loading...

Share This Post

সর্বাধিক পঠিত