আমি তোমার দুঃখ হয়ে
সুখ বিলাসে ভাসিয়ে নেবো
উড়নচন্ডীর নিসঙ্গতায়
একলা পথের সঙ্গী হবো।
ভালবাসার পরশ মেখে
হাতটি তোমার হাতে দেবো
তোমার চোখে তাকিয়ে থেকে
ভালবাসার পরশ নেবো।
জীবনে তোমার…
অশ্রু বন্যার আনন্দ হবো
মধ্য রাতে বেজে উঠে
মধুর কুহুতানে ডেকে যাবো।
নির্জন দুপুর, ভ্যাপসা গরমে
নির্জনতা ভেঙ্গে দিয়ে
আনন্দে আনন্দিত হয়ে
ভালবাসায় ভাসিয়ে নেবো।
ডাকপিয়নের কড়ার শব্দে
নীলাভ খামের বিষাদ হবো
ভালবেসে জীবন খানি
সকল বিষাদ সরিয়ে দেবো।
তোমার বুকের মধ্যখানে
বকুল ফুলের মালা হয়ে
নরম হাতের আলতো ছোঁয়ায়
কষ্টগুলি ঘুচিয়ে দেবো।
জানি, প্রতীক্ষার প্রহরগুলা
কষ্টে কষ্টে হয় যে ফিকে
কথা না রাখার কষ্টগুলা
বাড়ায় জ্বালা, বুঝে নিবো।
আমি, একা তোমার হবো
নিসঙ্গতার চিরসাথী
দুঃখ নামের সুখ বিলাসী
ভালবাসার ময়না হবো।
গল্পের বিষয়:
কবিতা