ক্লান্তিহীন পথ চলছি পিছুটান ছাড়া
এগিয়ে যাই সামনে বিনা বাধায়
দ্বিধাহীন ভাবে অনায়াসে।
হাটি প্রতিদিন কোন গতি ছাড়া
পথ মনে হয় নাগালের মধ্যে!
নাগাল পাই না!! পথ অনেক দুরে সরে যায়।
মনে হয় হাত পা অসার হয়ে আসে
এই বুঝি জীবন প্রদ্বীপ নিভে যাবে
এতো অন্ধকার কেনো পৃথিবী!
প্রায়ই দুঃস্বপ্ন দেখি!
ঘুম ভেঙ্গে যায় অজানা আশংকায়
বুকের ভিতর ঢিপ ঢিপ করে।
কেনো এমন স্বপ্ন দেখি পড়ন্ত বেলায়
মন টা খারাপ হয়ে যায়
এমন স্বপ্ন তো আমার হতে পারে না।
আমি তো চির তরুণ মনে…
দেহে বার্ধক্য ভর করেছে, তাতে কি!!
আমি আজীবন হাঁটতে চাই!!!
হে তরুণ প্রজন্ম…
তোমাদের সাথে তাল মিলিয়ে
সামনের পথগুলা পাড়ি দিতে চাই।
আমি চাই…
তোমরা রচো নতুন নতুন গল্প কবিতা
সাহিত্যের উৎকর্ষতায় বাংলা সাহিত্যকে বিকশিত করো।
গল্পের বিষয়:
কবিতা