নিদ্রাহীন রাত

নিদ্রাহীন রাত

নিদ্রাহীন রাতে…
আমি নিশি জাগা পাখি-
চাঁদহীন অন্ধকার আকাশে
কষ্টরা ঘুরে বেড়ায়-
আমি চেয়ে চেয়ে দেখি।

আমি চাঁদকে দেখার জন্য…
মেঘের মাঝে চাঁদকে খুঁজি-
চাঁদের গভীরতায় আবছা আলোর মাঝে,
প্রকৃতির নীরবতায়, নিস্তব্ধ ধরণীতে
চাপা কষ্টের অস্থিরতা দেখি।

নিদ্রাহীন রাতে…
জোছনার নীল বেদনায়-
আমি আকাশে তারাদের গুনি,
তারা খসা দেখতে দেখতে আনমনা হয়ে যাই
কখন ভোর হয়, বুঝি না, বুঝতে পারি না
নিদ্রাহীন রাতেরা জেগে থাকে।

নিদ্রাহীন রাতে…
পাখিরা কর্কশ স্বরে ডেকে উঠে
মনটায় কু ডাক দেয়!!!
ক্ষণে ক্ষণে শিয়ালের ডাক
ভিতরটা ভয়ে কুকরিয়ে যায়!!!
নীরব রাতের নিদ্রাহীনতায় আমি জেগে থাকি।

নিদ্রাহীন রাতে….
আনমনা হয়ে, তোমায় খুঁজে বেড়াই-
পাবো না জানি তোমায়, তবুও খুঁজি।
চাওয়া পাওয়া থেকে আজ অনেক দুরে তুমি
অবচেতন মনে বার বার খুঁজি তোমায়।

নিদ্রাহীন রাতে…
আকাশ, চাঁদ, তারাকে ভালবেসে
ঘুম কে নির্বাসন দিয়েছি সেই কবে?
আজ, আদর দিয়ে ডাকছি তারে
জানি, সে আর আসবে না।

বড্ড বেশি ভালবাসি তোমায়…
তোমায় ভেবে ভেবে আমি আজও
নিদ্রাহীনতায় রাত কাটাই।
স্বপ্ন-কল্পনা, আশায়
তোমাকে পাবার বৃথা চেষ্টায়
নিদ্রাহীন রাত আমার সাথে জাগে।

তুমি হীনা…
রাত কাটে না আমার
শব্দচাষী আমি, শব্দ নিয়ে খেলি
খেলতে খেলতে কখন যে
রাত ভোর হয়, টের পাই না
অবশেষে দেখি তোমায় নিয়ে নিদ্রাহীন রাতে
অমর প্রেমের কবিতা লিখে ফেলেছি।

গল্পের বিষয়:
কবিতা
DMCA.com Protection Status
loading...

Share This Post

সর্বাধিক পঠিত