বর্ষার গান

বর্ষার গান

আহা…
এই বর্ষায়, বৃষ্টি ঝরছে তো ঝরছে!
শ্রুতিময় বৃষ্টির ছন্দে, মন শুধু আনচান করছে।
কেন জানি মনে হয়…
বৃষ্টির ছন্দেরা আজ, সুর, তাল, লয় মিলিয়ে-
অঝোর ধারায় গানের সুরে ঝরে পড়ছে।

নাকি…
বৃষ্টি ঝরার ছন্দে!!
করুন আকুতি আর হাহাকার, কান্নার সুর হয়ে বাঁজছে।
মাঝে মাঝে মনে হয়…
মন ভিজানো বর্ষার গানে, কষ্টেরা বেদনায় নীল হয়
স্বপ্নগুলা অশ্রু জলে ভিজে, তার কথা বলছে।

বর্ষার গানে বৃষ্টির কান্নায়…
উদাস শীতল হাওয়ায়, তুমি কি আমায়, ভাবছো?
নাকি নীরবে, নির্জনে, আনমনা, উদাসী মন তোমার!
নস্টালজিক মধুময় স্মৃতি তোমার!!
সত্যি বলো তো! মনে পড়ছে কি আমায়!!!

বর্ষার গানে বৃষ্টির কান্নায়…
অশ্রু সজল আমি! মনে পড়ছে কি?
তুমিও! চোখের জল লুকিয়ে ছিলে
বৃষ্টি ভেজার ছলে, ভুলে গেছো কি?
আমি, আজও বৃষ্টির ছন্দে তোমার কান্না শুনি-
যা গান হয়ে সকরুন সুরে আমার কানে বাজে।

গল্পের বিষয়:
কবিতা
DMCA.com Protection Status
loading...

Share This Post

সর্বাধিক পঠিত