উচ্ছল, চঞ্চলা নদী…
উথাল-পাতাল করা ঢেউ-
কি করে মরে যায়, জানে কি কেউ?
যে তোমার ছিলো না…
কেনো তার তরে পাও দুঃখ-কষ্ট-
কেনো অঝোর ধারায় ঝরাও অশ্রু।
কেনো হাত খানি তার…
ছুঁতে চাও তুমি পরম নির্ভরে
সে তো কখনো তোমায় বুঝে নি।
যে হাত তোমায়…
ভালবাসার নির্ভরতাটুকু দিতে পারে নি-
সে হাত সরে যাবে, কেনো বুঝো না?
যা ভেঙ্গে যায়.
মনে রেখো তা তোমার ছিলো না-
ভঙ্গুর জিনিস তো আর জোড়া লাগে না।
মনে করো না…
সব কিছু তোমার-
তুমি তোমার ভবিতব্য জানো না!!!
গল্পের বিষয়:
কবিতা