হঠাৎ বৃষ্টি

হঠাৎ বৃষ্টি

আকাশে চেয়ে দেখি কালো মেঘ।
হঠাৎ নামলো বৃষ্টি! ঝরছে তো ঝরছে!!
মেঘের গর্জনে, বিজলির চমকে;
সকল প্রাণীকূল ভয়ে দিশেহারা।

বৃষ্টি ধোয়া পানিতে প্রকৃতি সবুজ!
নদীর পাড়ের দৃশ্যে অদ্ভূত মাদকতা! চোখ জুড়িয়ে যায়!!
চারিদিকে জল আর জল; প্রান ফিরে পায় প্রকৃতি।
বৃষ্টিতে ফুলের সুবাসে প্রকৃতি বিভোর! আহা!! মন ভরে যায়।

সকাল কিংবা ক্লান্ত দুপুরে; বিকেল কিংবা সন্ধ্যায়
টিনের চালে বৃষ্টির রিমঝিম শব্দ; মনে পড়ে যায়!!
বাদাম, চাল, ডাল ভাজা খাওয়া,পুরানো দিনের বৃষ্টির গান ;
আমি একাকি মধুময় নস্টালজিক স্মৃতিতে আনমনা হয়ে যাই।

গল্পের বিষয়:
কবিতা
DMCA.com Protection Status
loading...

Share This Post

সর্বাধিক পঠিত