“তুমি রবে নীরবে হৃদয়ে মম”
এই গভীর নিশীথে
কারা যেন দল বেধে শুনছে…..
আকাশের আধ পোড়া চাদের দিকে তাকিয়ে,
বারান্দার গ্রিলে গা হেলিয়ে
পাঠালাম তাদের তরে এক রাশ শুভেচ্ছা –
“তোমাদের ভালবাসা, তোমাদের বিরহ রোগ
বিশ্বজনীন হয়ে উঠুক ”
হঠাৎ টবের গোলাপগুলো হেসে উঠলো
বাতাস কি তবে শিষ কেটে বলে গেল কিছু !
বিমুঢ নিশীথে নিশি পাওয়ার মতো হেটে যাচ্ছি ক্রমশ
সুদূর অতীতে ..
বহুদূর থেকে ভেসে আসছে –
তুমি রবে নীরবে হৃদয়ে মম …
গল্পের বিষয়:
কবিতা