মামার বাড়ি যাওয়া

মামার বাড়ি যাওয়া

মনে পড়ে ছোট্টবেলার মামার বাড়ি যাওয়া,
গরমের ছুটি পড়লে মনে লাগত খুশির ছোঁয়া।
আড়চোখেতে মায়ের উপর চলত নজরদারী,
অপেক্ষাতে প্রহর গোনা, যাব মামার বাড়ি।
এমনি করে পড়তে ছুটি মায়ের হাতটি ধরে-
খুশি মনে যাত্রা শুরু কয়লার রেল চড়ে।
বনবাদাড়ে ঘেরা স্টেশন অখ্যাত অনামী;
একটি হাতে বড় ব্যাগ, অন্য হাতে আমি-
স্টেশন থেকে মামার বাড়ি দূর বেশি নয় জানো?
ওইটুকু পথ আনন্দেতে শেষ হ’ত না যেন।
আমিও খুশি, মা ও খুশি দুই এর মুখেই হাসি,
সেই স্মৃতিটা আজো অম্লান সেই আমেজেই ভাসি।

গল্পের বিষয়:
কবিতা
DMCA.com Protection Status
loading...

Share This Post

সর্বাধিক পঠিত