দেশাত্মবোধক

দেশাত্মবোধক

ফুসফুসের পরিমাপ দশ অনুপাত ছয়
দৈর্ঘ্যের পাঁচ ভাগের এক ভাগ ভরাট গোলকের ব্যাসার্ধ
বৃত্তটা চাপানো, নরম কিংবা জোড়ালো বাতাসে ঠিক মাঝখান।

৫২০ থেকে ৫৭০ ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্যের ছোঁয়ায়-
স্পন্দিত হৃৎপিণ্ডেরর রঙ; হৃদয়ের জীবন্ত নির্ধার্য
অনুভূতি, ক্লোরোফিল থেকে তুলে মানচিত্রের আন্দোলন।

দৃশ্যমান আলোর সবচেয়ে দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্য গাঢ় থেকে গাঢ়তর হয়
একাকার নোনাজল, হিমোগ্লোবিন, চিরায়ুষ্মান উড়ন্ত পূর্ব।
পতাকার নিঃশ্বাসে চলে ভাষা, বিদ্রোহ, স্বাধীনতা- অনির্বাণ!

কখনো ফুসফুসে উঠে কিংবদন্তী দীর্ঘশ্বাস
নির্নিমেষ প্রবাহে- দারিদ্র, অস্থিতিশীলতা, দুর্যোগ, জলোচ্ছ্বাস।
তবু, ইতিহাসের কাছে নতজানু চেতনার দুর্বার আশ্বাস!

মাটির ফুসফুসে সংস্কৃতির ভালোবাসা তুলে গভীর প্রশ্বাস।
সবুজ মনোগ্রোভ থেকে উঠে আসে শুদ্ধ বিশ্বাস
সম্ভাবনার মাটিতে পড়বেই আলোচিত আলোর নিঃশ্বাস!

গল্পের বিষয়:
কবিতা
DMCA.com Protection Status
loading...

Share This Post

আরও গল্প

সর্বাধিক পঠিত