আজকাল নিজেকে বড্ড ভারী লাগে,
সময় আর বয়সের ভারে, কেমন জানি গুটিয়ে বসেছি।
“চারুলতা” সে আমার এক আকাঙ্ক্ষিত নাম।
আমার জীবনের পথ ধরে আসা,
এক পরিপূর্ণ মানবী, আমার অর্ধাঙ্গিনি।
১৮ বছর বয়সে মায়ের পছন্দে,
ঘরে এনেছিলাম তাকে।
দীর্ঘ পথ হেটেছি দুজনে,
২০ টি ভ্যালেটাইন কাটিয়েছি ভালোবাসায়, পরিপূর্ণতায়।
এবারের ভ্যালেন্টাইনে আমি একা।
চারুকে বলতে চাই……
আমি হাজারো ভ্যালেন্টাইন ডে তে তোমাকে পাশে চাই,
ভালোবাসতে চাই।
আজ আমার বড্ড একা লাগে চারু,
ভোরে জানালা খুলতেই, মিষ্টি হাওয়ার সাথে কথা বলি।
বৃষ্টি এলেই তোমার কন্ঠে শুনি,”এই চলো বৃষ্টিতে ভিজি”।
তোমার প্রিয় বইগুলোর ভাজে,তোমাকে খুজি।
তোমার প্রিয় গানগুলো শুনে, তোমাকে চিনি।
চারু, তুমি থাকতে বুঝিনি,
কতটা যত্নে ভালোবাসতে আমায়।
আজ বুঝি, সেই তোমাকেই ফিরিয়ে দিয়েছি কত অবলীলায়।
গল্পের বিষয়:
কবিতা