সেই সোনালী দিন
আমায় কোনদিন
ছোঁবে না ।
আমি যে জলে ভাসা পদ্ম ।
আমি, উদ্বাস্তু শিবিরের এক
পরিচিত মুখ ।
বোমা বারুদের গন্ধে গুলির আওয়াজে
কাটে আমার রাতদিন ।
রক্ত স্নান করে অধরা সে স্বপ্ন ।
আমার দিন গুলো যায়
মৃত্যু অপেক্ষায় ,
চাতকের করুণ চাহনিতে ।
ক্ষমতার বুলেট আমায় নিত্য ডাকে ।
আমার দুরন্তপনা ধুলোয় মেশে ,
ডাস্টবিন যখন আমার সঙ্গী হয় ।
হাতুড়ির বজ্র আঘাতে
শৈশব আমার তেঁতো হয়
আগুনে পুড়ে ।
আমার সে দিন ত চাপা পড়ে মরু বালিতে ।
জকি হয়ে যখন কাঁধে চাপি ,
বোবা প্রাণীর ।
আমি ছুটি অজানায়
হারানো দিন ডাকে ,
আমি পিছু ফিরিনা !
কিভাবে ফিরি?
গল্পের বিষয়:
কবিতা