তোমাদের এই নগর ছেড়ে
চলে যাবো।।
চলে যাবো আমি কোন এক দূর পাহাড়ে
যেখানে নেই মিথ্যে মোহ ,
ছলনায় সঙ্গী হবে না কেহ ,
আমার মাঝেই রবো আমি একলা।
এভাবেই কেটে যাবে
সকাল দুপুর আর সন্ধ্যা বেলা।
আমার মনের আকাশটাতে
আর হবে না –
রঙ্গ বে রঙ্গের মেলা !!
আমার মাঝে একটুকু আমাকে
থাকতে দাও একলা।।
কখনো স্বজনের বাঁধনগুলোর ফাঁদে
কখনো বা মায়া নামক অদৃশ্য বেড়াজালে
কেন বেঁধে রেখেছো আমায়!
অতৃপ্ত মনটা চেয়ে থাকে শান্তির পানে
পাবোনা তো আমি সেই সুখের দেখা –
তোমাদের এই নগরজীবনে।
তাই, আজ চলেছি নিজের পথে
ডেকো না আর কেউ আমাকে
সাথে আছে নব দিগন্তের দিশা ,
চোখেতে অদেখা সুখের নেশা
আমার মাঝে একটুকু আমাকে
থাকতে দাও একলা।
গল্পের বিষয়:
কবিতা