নাম না জানা পথে হেঁটে বেড়াই
পথ থেকে পথে, দূরে আরো দূরে-
যে পথের কোন ঠিকানা নাই
শিশির ভেজা সেই নরম ঘাসের ওপর
নূপুর পায়ে,
আমি একলা মনে হেঁটে বেড়াই।
পথে থেকে পথে, দূরে আরো দূরে
যেতে যেতে সেই পথের মাঝে-
এক নাম না জানা সুখের সাথে
বেঁধে ছিলাম আমার এই অবুঝ মনটাকে
জানিনা কিভাবে কখন!
সেই সুখ কি হয়েছিল আমার সাথী?
তবে,আমি আজও কেন একলাই হাঁটি!
পথ থেকে পথে, দূরে আরো দূরে
হারিয়ে যাবো, আর খুঁজো না আমারে
গন্তব্যহীন যাত্রা আমার-
কেটে যাচ্ছে দিন-রাত্রি।
কি করে মায়ার বাঁধনে বাঁধবে তুমি
চেয়ে দেখো,
আজও সেই একলাই হেঁটে বেড়াই আমি।
গল্পের বিষয়:
কবিতা