প্রজাপতি এই মনটা আমার
ঘুরে ঘুরে বেড়ায় সারাক্ষণ,
কখনো ওই বুনো ফুলে
কখনো ওই পাহাড়ের ঝরনায় জলে-
সিক্ত হতে চায় বার বার।
এভাবেই জানিনা, কিভাবে কখন –
এক সোনালি আলোয়
তুমি ছুঁয়ে দিলে আমার এই মন!
তারপর কোন এক বেগুনী বিকেলে
কেন কি কারণে, এভাবে হারিয়ে গেলে!
প্রজাপতি মনটা আজও আমার
ঘুরে ফিরে তোমাকেই খোঁজে সারাক্ষণ,
স্মৃতিতে আছো শুধু তুমি
চেয়ে দেখো –
আজও তোমারই প্রতীক্ষায় আছি
আমি।
জানি না, হবে কি আমার এই ইচ্ছে পূরণ!
শুধু জানি –
আমার প্রার্থনায় তুমি
রবে আজীবন।
গল্পের বিষয়:
কবিতা