এবার আমায় আর খুঁজো না
আমি আছি ওই নীল আকাশের
কাছাকাছি।
সাদা মেঘের ভেলায়,
এদিক – ওদিক ভেসে বেড়াচ্ছি
অথবা, আছি তোমার হৃদয়ের অনেক
কাছাকাছি।
কখনো ভোরের পাখি হয়ে
যাই তোমারি ঘুম ভাঙ্গিয়ে,
আবার কখনো সবুজ পরীর বেশে
খেলায় মাতি তোমার বাগানের ওই,
হাসনাহেনা-গুলোর সাথে।
বলছি তো তোমায়-
এবার আমায় আর খুঁজো না।
কখনো টুপটাপ বৃষ্টি হয়ে –
থাকবো তোমার সংস্শর্সে,
কখনো সবুজ ছায়ার বসে
দেখবো তোমায় মনটা ভরে।
এখন আছি একটু দূরে
তাই হয়ত দেখছো না, তুমি এই আমারে
তাতে ক্ষতি কি!
আমায় নিয়ে আর ভেবো না তুমি,
শুধু তোমার সবুজ পরী হয়েই,
থাকবো আমি।
গল্পের বিষয়:
কবিতা