আমার অব্যক্ত গল্পে ছিলে, শুধুই তুমি
কত কথা, কত গান
লিখে রেখেছিলাম হৃদয়ে আমার,
আর তো বলা হলো না তোমায়!!
তবুও এ মনটা আমার
তোমায় ফিরে পেতে চায়, বার বার
সে শুধুই তোমার স্পর্শলোভে।
জানি, আজ তুমি অন্য ভুবনে!
আছে একরাশ মেঘ শুধু আমার মনে।
জমে থাকা ব্যাথা নিয়ে হয়ত কখনো স্বপ্নে
হারিয়ে যাই আমি তারার ভুবনে।
আজ জীবনের এই সন্ধিক্ষণে –
পেতে চাই মৃত্যুর স্বাদ আলিঙ্গনে,
আমার এ হৃদয় হরণ করে
তবে কেন তুমি এত দূরে ?!
চেয়ে থাকি শুধুই ওই দূর আকাশে
ভেবোনা তুমি,
ছুটি হলেই আসছি আমি-
তোমারি পাশে।
গল্পের বিষয়:
কবিতা