ঝড়ের বৃত্ত থেকে সবাই আমরা বেরিয়ে আসতে চাই।
যে ঝড় দেখা যায় সময়ে তা থেমে যায়
ক্ষয়-ক্ষতির ধ্বংসাবশেষ আগলে ধরে
আবার মানুষ বাঁচতে চায়
উজ্জীবিত করতে চায়
সৃষ্টি করতে চায় নতুন ইতিহাস।
মানুষ তা পারেও।
কিন্তু যে ঝড় দেখা যায় না…
তীব্র ক্ষরণে দাউ দাউ দহনে
ল-ভ- ছারখার
সবটাই অনাচার অবিচার
সে ঝড়ের সমাচার কী!
‘আইলা’ দেখে মানুষ বলেÑ‘দ্যাশের কুনহানে
বাঁচন নাই।’
ঝড়ের কতো রকম ভেদ আছে।
মেঘ যখন ঝড়কে অন্তরে ধারণ করে রাখে
আমরা কেউ বুঝি কেউ বুঝি না।
ঝড় যখন বেসামাল বৃষ্টিতে উড়িয়ে নিয়ে যায়
আমার থেকে তোমার কাছে কিংবা তোমার থেকে আমার
আমি তার সবটা গায়ে মাখি। যতনে গোলাপ
ফোটার মতো আমি নিজেকে প্রস্ফুটিত করি।
ঝড় যখন আকাশের ঈশান কোণে বাসা বাঁধে
নানী দাদী বলে ওঠেনÑ
এ বড় দারুণ ইশারা ঝড়ের হালখাতায়
ভেতরে বাইরে সবটা সমান
গরু ছাগল হাঁস-মুরগির সঙ্গে
মানুষের নির্বিচারে হারিয়ে যাওয়া।
ফুল পাখি লতা পাতা তাও লুটায়।
মসজিদ মন্দির গির্জা প্যাগোডা
সবখানে শেষতক মেলে না বিশ্বাস।
ঝড় যখন যুদ্ধ হয়ে নামে
একটি বৃক্ষ তার তাবৎ শক্তি দিয়ে
নিজেকে বাঁচাতে চায়।
কিন্তু নিমেষেই ঝড় মুছে দেয়
দূর্বাঘাসের জীবনগাথাও।
ভিটেমাটির গভীর খনন থেকে উপড়ে এনে
ধরাশায়ী করে দেয় ইচ্ছের ঘরবাড়ি।
সবুজ বনানীর বুকে লাম্পট্য বিহার করে ঝড়।
বিশাল বিরাণ ভূমির অট্টহাস্য
সেখানে জেগে ওঠেÑ
ভ্রুকুটি প্রদর্শন করে মানুষের শক্তির কাছে ঝড়।
ঝড় যখন নিত্যদিনের ওঠানামায় আসে
রাজনীতি অর্থনীতি সমাজনীতি ও দুর্নীতির পাশে
ঝড় যখন নির্ভাবনার ঘরানাতে অবিশ্বাসের মৌচাকে চাক বাঁধে
তখনি ঝড় সবলোকে যায় সব মানুষের উচ্চারণের সাথে।
ঝড় যখন স্বপ্ন ভাঙে
কেড়ে নেয় সমুদয় মানুষের উচ্ছল হাসির মৃদঙ্গ।
যখন সে পোয়াতি বউটার প্রসব বেদনার
চিৎকার শুনতে পায় না
দেখতে চায় না নবজাতকের নির্মল পবিত্রতা…
আমি তখন দেখতে পাই
শিশুর সাথে মায়ের ব্যবচ্ছেদ
শুনতে পাই নাড়ি কাটার শব্দ।
শিশুটি তখন ঝড়ের বন্ধ-জীবনের অঙ্গীকার।
অতঃপর ঝড় যখন সম্পর্কের বাস্তুভিটায় আঘাত করে পরম্পরায়
সারকারামার মতো সার্বিক চিত্র প্রবাহের খ-খ- রূপ মিছিল করে।
ঝড় যখন মানচিত্রের বুকে ছোবল মারে
দেশ-বিদেশের সাহায্যের ভালবাসায় জড়িয়ে নেয়
বাংলাদেশকে
মানুষের ভালবাসায় ইস্পাত কঠিন হয় মানবতা
আমি কিন্তু তখন আমার ভেতরে
কোন ঝড়ের প্রকোপ দেখিনে।
মাতৃগর্ভ থেকে ঝড়ের ভ্রুণ নিয়ে জন্মেছি আমি
তখন আমি স্থির অচঞ্চল ঋদ্ধ থাকি
ঝড় জল বন্যার দারুণ স্থায়ী আবাসটিকে
ভেঙে ভেঙে বাঁচি।
আসলে ঝড়ের বৃত্ত থেকে আমরা সবাই
বেরিয়ে আসতে চাই।