দেখেছি তো আকাশের লাল অনুচ্ছেদ
‘মৃত্যুর আন্তরিক আভা, একাকী সুন্দর
রঙ’-এ ভরসা না পেলে বাঁচবো না
কাঁঠালের মোচা ভাঙা ভোর, রঞ্জিত
নয় অতি, প্রকৃতি সুন্দর নিত্য পরিধি,
কুয়োতলা, অতল মাত্রা, মুদ্রা ভঙ্গিমার
শিহরণগুলো! ছেঁড়া পাতাতীব্র ঘ্রাণ!
একবাক্যে নদী প্রবাহিত, এক সুরে
আবাদের লিপ্ত রূপ রেখা, তা বলে
উড়ালসেতু যেতে যেতে শ্যাওলা ঘাটে
একটু থামবে? এখানে কাটলো বেলা
বয়োত্তীর্ণ নখ! নির্জনতা ফেটে পড়া হ্রদ
বহুতল অন্ধকার চুয়ে চুয়ে এইখানে
কান্নার দিঘি, ইস্পাতের আবৃত্তিমুখর
প্রতিটি কারখানা, হাতা গোটানোর
প্রতিটি ইশারা শব্দ করে বলে, যাবো!
গল্পের বিষয়:
কবিতা