জীবনের প্রান্তঘেঁষে স্বর্ণালি সেই শৈশব
এক বিষণœতার চাদরে ঝুলে থাকা বিত্তবৈভব।
ছোট ছোট সুখদুঃখ সামান্য বাসনা
তাই নিয়ে গ্লানিহীন উৎসব, তৃপ্ত রসনা।
মুক্ত ডানায় দিনমান ছুটাছুটি মাঠে প্রান্তরে
স্বর্ণালি শৈশবের সুর এখনও বাজে অন্তরে।
বারবার মনে পড়ে আবার ফিরে পাই যদি
এক ডুবে পাড়ি দেব বহমান জীবনের নদী।
গল্পের বিষয়:
কবিতা