মনে পরে আজ সেই সে পুরানো বর্ষ।
নতুন রূপে দাঁড়ায়ে প্রভাতে আজিকার নববর্ষ।
বাড়ি ঘর সাজে নতুন রঙে,
ছেলে বুড়ো সাজে নতুন ঢঙে।
সে এক আনন্দেরই মেলা,
সানাইয়ের সুর বাজছে সারাবেলা।
হাতা খুন্তি কড়াই কাঁধে,
হালুইকর এসেছে প্রাতে।
উঠোন মাঝে করল জোড়া উনুন,
প্রস্তুত হলো মন্ডা মিঠাই,
বাক্স বন্দি করে সবাই,
সারা রাত নেই কারো চোখে ঘুম।
মেঝেতে পাতা হলো মস্ত এক গদি,
তারই উপর ফরাশ পাতা অপূর্ব সে অতি।
লাল সালুতে মোড়া থাকতো নতুন খতিয়ানা,
গোলাপ জল দিত গায়ে করতো না কেউ মানা।
নতুন খাতায় হালখাতা করতো সবাই এসে,
মিষ্টির বাক্স হাতে নিত মুচকি একটু হেসে।
বরষে বরষে পুরাতন যায় ফিরে,
নব বর্ষ বরণ হয় বাংলার ঘরে ঘরে।।
গল্পের বিষয়:
কবিতা