তৃষিত যোগী

তৃষিত যোগী

আজি সাত্ত্বিক মতে প্রেমজর্জর
বরষা আইল সমীপে;
মানসী, তব দেখা দাও সখী,
যৌবনমদ নীপে।
আকুলিত প্রাণে দুইচোখে হেরি
কোন সে অন্তরাল
অন্তর মম সঁপেছি তোমাতে
বেহায়া সুরের তাল।
প্রণয়আশে নয়নের ভ্রমে
বিলম্বিত লয় নৃত্য,

মলয়বায়ু বিষাদসিন্ধু
উন্মাদ সম চিত্ত।
আলোঁনীল চাঁদে লাগিছে গ্রহণ
হরষ চিতকাননে
মহলাতে আসি বাজাও গো বীণা
কুসুমিত যৌবনে।
আঁখিপটে লেপি স্বপন সুরভি
মোহিনী প্রিয়ার তরে,
নিজহতে তুমি আসিয়া সমুখে
নাওগো আপন করে।

গল্পের বিষয়:
কবিতা
DMCA.com Protection Status
loading...

Share This Post

সর্বাধিক পঠিত