ঝগড়াটা তুই চালিয়ে যাস
বকাবকি করিস আমায় যখনখুশি যতখুশি
প্লিজ প্লিজ প্লিজ
তবে চুপ করে যাস না
ওটাতে খুব কষ্ট
ওর থেকে ভালো দিস যদি বিষ
যখন আমরা অনেক দূরে
ঝগড়া গুলো ভরাবে মোর
“আড়িখাতা “র পাতার পর পাতা
নিরব যদি হয়ে যাস
স্মৃতি তে থাকবে শুধু জমাট অভিমান
আর হাতে আমার সাদা খাতা
তাই চলনা
ডাকনাম টা বদলে না হয়
ঝগড়ুটে নাম টা দিও
সাদা খাতা র চেয়ে যে আমার
“আড়িখাতা” ভিষণ ভিষণ প্রিয়।
গল্পের বিষয়:
কবিতা