মৃদু হাসে, কভু ভাসে
হৃদয়ও আকাশে, মনেরও হরষে।
মৃদু মন্দ বাতাসে, তোমারই সুবাসে,
না পাওয়ার বিষে, তুমি আছ মিশে।
মেঘের কালোতে, চাঁদের আলোতে
আমার আমিতে, তোমার তুমিতে।
কাঁটার আঘাতে, মনোরম প্রভাতে
দিগন্তের শেষে, তুমি আছ মিশে।
পাখির বাসায়, মাছের ভাষায়
পানির পিপাসায়, নিশাচরের নেশায়
হেমলকের আশায়, যে ভেলা ভাসায়
তাহার পাশে, তুমি আছ মিশে।
যদি কোন ভুলে, দয়া নাও গো তুলে
জীবনেরই কূলে, তরী যদি দোলে,
চড়াও যদি শূলে, তবু যাবো নাকো ভুলে,
পরিশেষে, থাক যদি আমাতেই মিশে।
গল্পের বিষয়:
কবিতা