সময়ের ঢেউমুগ্ধ ছায়া থেকে ছিন্ন হয়ে
সবটুকু গোধূলির রঙে
ডুবে ছিল তার দেহ।
বিস্ময়ে উড়ে যাওয়া পৃষ্ঠাগুলির মতই
ফুরিয়ে যাওয়া সন্ধ্যা তাঁকে তুলে নিলো,
নৈশ স্তব্ধ বালি আর জলের গর্জন
তাঁকে নিলো না,
শেষে ডাঙায় ঠেলে দিলো।
গল্পের বিষয়:
কবিতা সময়ের ঢেউমুগ্ধ ছায়া থেকে ছিন্ন হয়ে
সবটুকু গোধূলির রঙে
ডুবে ছিল তার দেহ।
বিস্ময়ে উড়ে যাওয়া পৃষ্ঠাগুলির মতই
ফুরিয়ে যাওয়া সন্ধ্যা তাঁকে তুলে নিলো,
নৈশ স্তব্ধ বালি আর জলের গর্জন
তাঁকে নিলো না,
শেষে ডাঙায় ঠেলে দিলো।