উপমার বাকস্তব্ধ নদে
আলো ফেলে
তোমাকেই দেখ তুমি এক নিষ্ঠ মনে।
কিছুই চেয়োনা, খোলো
সহজ ভঙ্গিমা
সব স্মৃতি মুছে যাক
রাতের গভীরে
নতুন হয়ে উঠুক সমস্ত কল্পনা।
ধীরে ধীরে মুক্ত হোক অবরুদ্ধ ডানা
রোদ ফুটুক
সকল মৌন জংলি ফুলে।
গল্পের বিষয়:
কবিতা উপমার বাকস্তব্ধ নদে
আলো ফেলে
তোমাকেই দেখ তুমি এক নিষ্ঠ মনে।
কিছুই চেয়োনা, খোলো
সহজ ভঙ্গিমা
সব স্মৃতি মুছে যাক
রাতের গভীরে
নতুন হয়ে উঠুক সমস্ত কল্পনা।
ধীরে ধীরে মুক্ত হোক অবরুদ্ধ ডানা
রোদ ফুটুক
সকল মৌন জংলি ফুলে।