আজ যদি হঠাৎ আঁধার নামে
আকাশ জুড়ে মেঘরা জ্বলে ওঠে-
বৃষ্টি মাথায় তবু বেরোই যদি
কেবল তোমার একটু দেখা পেতে,
প্রশ্রয় কী দেবে সে পাগলামি?
দেবে আবার , ” মেঘলা দিনের নিমন্ত্রণী?”
যদি নাই বা দাও ,কী আসে যায়
আবার যাবো আমি –
নিমন্ত্রণ তো অভ্যাগতের ,
আমার কাছে
শুধু একটু হাসিই দামী…
হয়তো সেদিন তোমার রাস্তা দিয়ে
এগিয়ে যাবো একটু একটু করে
কারণ জানি এই পথেরই শেষে
আসবে তুমি আমায় আগলে নিতে
সেদিন বারণ শুনবো না তো আর
ভিজবোই তো … রেখে তোমার হাতে হাত
গল্পের বিষয়:
কবিতা