খবরের কাগজ হাতে সাহেব: শেয়ার বাজারটা দেখি
পুঁজি খাটিয়েছি অনেক, লাভ হলো; না ক্ষতি।
বেগম হাতে নিয়ে কাগজ: আজ কোন চ্যানেলে কি
দুপুর বেলাতে কিরণবালা, রান্না সেরে ফেলি।
খুকুমণি বলে, দেখি শিশু পাতা
আমার আঁকা ছবিটা কি হয়েছে আজ ছাপা?
দাদু বলে, দেখি-তো-ভাই সম্পাদকীয় কলাম
পেনশনের টাকা নিয়ে লেখা দিয়েছিলাম।
খেলার পাতা খোলে চাচ্চু, বলে আজব কাণ্ড
উসাইন বোল্ট দৌড় ছেড়ে ফুটবলটাই ধরলো!
ফুপি বলে, সাজের পাতা করেছে আজ ভালো
সারা পাতা জুড়ে দেখছি রুপচর্চার আলো।
প্রথম পাতার পুরোটা জুড়ে পোড়া মানুষের গন্ধ
চোখের সামনে ছিলো তবু দেখা হয়নি কেন!?
পুড়ছে মানুষ, পুড়ছে স্বদেশ, পুড়ছে জন্মভূমি
আসছে সময়- সব শেষেতে, পুড়বো-না-তো আমি?
আত্মকেন্দ্রিক, মুহম্মদ ইয়াছিন নূর
গল্পের বিষয়:
কবিতা