প্রাপ্তিশূণ্য

প্রাপ্তিশূণ্য

চাঁদের কাছে মোর মেলেনিতো ঠাঁই
নিটোল জোছনাতে এলাম যে তাই
এইটুকু যেন পাই

কালো মেঘের দল এলো অবেলায়
ঢেকে দিল চাঁদটাকে নির্ভাবনায়
মোর শেষ জোছনাটুকু নিল বিদায়

আমি হেঁটেছি অনেক দূরের পথে
ভিজব বলে বরষায়
ভুল ছিল সে চাওয়া বুঝতে পেরেই
এসেছিলাম কুয়াশায়
প্রখর রোদে আলোর খেলা
সেই কুয়াশা করল নিঃস্ব আমায়

কালো মেঘের দল এলো অবেলায়
ঢেকে দিল চাঁদটাকে নির্ভাবনায়

এভাবেই হয়ে গেল আমার
সব ইচ্ছেগুলোর অপচয়
কে জানে কি কারন ছিল পেছনে
দিয়ে গেল পরাজয়
কেন যে শুধু আমার বেলায়
সবকিছু ক্ষয়ে ক্ষয়ে যায়
যেদিকে আমি দু’হাত বাড়াই

কালো মেঘের দল এলো অবেলায়
ঢেকে দিল চাঁদটাকে নির্ভাবনায়…

গল্পের বিষয়:
কবিতা
DMCA.com Protection Status
loading...

Share This Post

সর্বাধিক পঠিত