অস্পর্শ্য

অস্পর্শ্য

নিজেকে হত্যা করার আগে
স্বপ্নগুলো পুড়িয়ে
অবাক করা হাসিগুলো
তাজা ফুলের সৌরভে মিশিয়ে দিলাম|

পেছনে ফেলে আসা স্মৃতিগুলো
জাগবার আগেই
নিজের শরীরে সুখের লেবুরসে
তৈরী করো বিকেলের শরবত|

ভিজানো শহরে গোলাপের চোখ
বাকবাকুম গানের জোয়ার
চেয়ে চেয়ে পুড়িয়ে ফেলি
স্বপ্ন যত ঘরে আমার|

নিরীহ-জলস্রোতে কোন ঢেউ নেই
নিজেকেই—- খুঁজে নিতে
স্বপ্ন দেখি, ফিরে আসি বারবার
তোমার কোমল তুলো মাখা ঠোঁটে ||

গল্পের বিষয়:
কবিতা
DMCA.com Protection Status
loading...

Share This Post

আরও গল্প

সর্বাধিক পঠিত