আমার ভেতর এক সমুদ্র কষ্ট আছে
 হয়তোবা তা সমুদ্রকেও হার মানাতে পারে।
 অশ্রুর নোনা জলে যতোটা ভিজেছি আমি
 বৃষ্টির জলেরও ততোটা সাধ্য নেই,কাউকে ভেজাবার।
 সারাজীবনে এক নিষ্ফলা ভূমি খুঁড়ে খুঁড়ে
 আবাদ করতে চেয়েছি অবারিত সবুজের ঢেউ খেলানো
 ফসলের মাঠ।
পারিনি,এমন কিছুই পারিনি যা আমাকে এক তিল পরিমাণ শান্তি দিতে পারে বা পারতো।
 কতোবার আপোষ করেছি,কতোবার সন্ধি করেছি
 জটিল সব প্রাত্যহিক জীবনের অলিগলিতে
 অনিয়ম, অনৈতিক,না মানার মতো বিষয়ের সাথে
 ভেবেছি এই শেষ এবার বুঝি কোন শুভ সূচনা হবে
 হয়নি,জানি হবেওনা।
তাই অনমনীয় কষ্টেরা আমাকে নতজানু করেছে বারবার
 আমি হেরে গেছি,হেরে যাওয়াই যেনো ছিল অমোঘ নিয়তি।
 আমার ভেতর তাই এক সমুদ্র কষ্ট আছে।
 বা তার ও বেশী।
গল্পের বিষয়:
 কবিতা   
  
 Loading...
Loading...













