ফসল

ফসল

পুষ্পবতী, তোমার বাগানে
সেজেছে আজ উপাসনা পুষ্পক
মাটি ফুঁড়ে উঠছে সবুজ বন্ধন

ধরো, এইখানে মুক্তিপ্রবণ হাওয়া
লেবুফুলের সুঘ্রাণ দিন আর
দক্ষিণ থেকে ভেসে আসা বয়ঃসন্ধির ব্যথা

তবু বৃন্ত থেকে বাতাবী বৃত্তে
কামরাঙা শরীরের ঢালে
আচ্ছন্ন হরিতকির পাতায়
কারা ফলাচ্ছে অত মৌসুমী ফসল?

গল্পের বিষয়:
কবিতা
DMCA.com Protection Status
loading...

Share This Post

আরও গল্প

সর্বাধিক পঠিত