সব ভালো লাগা সব সময় ভালো লাগে না…
লাগবেও না।
আমার সব খারাপ লাগা গুলো তোমার কাছে দিলাম…
যত্ন করে রেখো ।
সময় পেলেই আসবো …
একটু মন খারাপের কারণ হইয়ো তখন …
উদাস দুপুরে,পড়ন্ত বিকেলে…শীতের সকালে …
নির্ঘুম রাতে শূন্যতার কারণ হইয়ো …
বিস্তর শূন্যতা ছড়ায় দিয়ো …
হাসি খুশির এই ভর পুর জীবনে হঠাত শূন্যতার প্রয়োজন পড়তে পারে । শূন্যতা অনুভব করতে মন চাইবে । তখন যেনো তোমাকে পাশে পাই …
তোমায় না পাওয়ার এক বিস্তর শূন্যতায় যেনো হারাই ।
সুযোগ দিয়ো …সুযোগ রেখো । রাখবে তো…?
কোনো কিছুই তো হারায় না
কোনো কিছুই বদলায় না
কোনো কিছুই শেষ হয় না …
শুধু সময় হারিয়ে যায়…
সময় বদলে যায় …
সময় শেষ হয়ে যায় ।
হিসেব রেখো …হিসেব রেখো ।।
কোনো একদিন হঠাত সময়ের হিসেব টা চেয়ে বসতে পারি।
আমার দিন গুলো তোমার ঘড়ির কাটায় সেকেন্ড হয়ে ঘুরে আর,
আমি শত সহস্র শতাব্দী পাড় করি আমার ঘন্টার কাটায় !!!
সময়ের হিসেব টা বড়ই গোলমেলে!
বসি বসি করে আর বসা হয় না। একদিন খাতা নিয়ে বসবো ।।
অনেক হিসেব বাকি।
আমার অংকের খাতায় তুমি কাটাকুটি খেলেছো নির্দ্বিধায়!
হাতে ভাগ শেষ রেখেও অংক গুলোকে করেছো নিঃশেষে বিভাজ্য! তুলে এনেছো ভাগ ফল !!!
বয়ে যায় ।। সময় বয়ে যায় ।।
আমার আর খাতা নিয়ে বসা হয় না ,
ধুলোবালি পড়ে কাটাকুটি করা অঙ্ক গুলো আস্তে আস্তে অস্পষ্ট হয় কিন্তু মিলিয়ে যায় না !!
কারণ ভাগশেষ বের করা হয় নি , অপূর্ণতার বেদনা নিয়ে কেউ বিদায় হতে চায় না। কোনো একদিন হঠাত ইচ্ছে হবে তখন খাতা খুলে বসবো, ভাগশেষ টানবো… পূর্ণতা দিবো।।