বিষন্ন নাবিক

বিষন্ন নাবিক

উত্তাল ঢেউ, পাল ছেঁড়া নৌকা
হাল ধরার কেউ নেই!
দমকা হাওয়া, ছোট্ট তরী
নদীর বুক চিরে জেগে ওঠা ডুবোচর

স্রোত বদলায় নদীর বাঁকে-
বিষন্ন নাবিক বৈঠার খোঁজে,
বৈঠা ছাড়া তরী চলে আপন মনে

ডুবোচরে আটকে যায় মুক্ত তরী,
স্রোতের বাঁকে পড়ে হারায় অথৈ সাগরে

স্রোতে ভেসে যায়- পাল ছেঁড়া জীবন নৌকা,
বিষন্ন নাবিক,
কেউ হবে- এই সময়ে জীবন বৈঠা?

-বিষন্ন নাবিক, মুহম্মদ ইয়াছিন নূর

গল্পের বিষয়:
কবিতা
DMCA.com Protection Status
loading...

Share This Post

আরও গল্প

সর্বাধিক পঠিত