আমাকে একখণ্ড আকাশ দিতে পারো?
মেঘমুক্ত আকাশ, সাদা কাশ ফুলের মত-
সফেদ-শুভ্র রোদেলা আকাশ?
যুগে যুগে হায়েনারা ফিরে আসে আবার,
ফিরে আসে, আর আদিম বুনো উল্লাসে মাতে;
ওরা জেগে থাকে সুযোগের অপেক্ষায়।
আমি কতরাত ঘুমাতে পারি না!
ঐ দেখো- কালো মেঘের ভাঁজে শকুনির থাবা,
হিংস্র হায়েনার ডাক, ওরা ছিন্ন-ভিন্ন করছে কৃষ্ণচূড়ার বন,
ওখানে রক্ত জমেছে; দেখো পায়রার সাদা পালকগুলো উড়ছে ধুলোয়,
কিছু কুকুরও এসে জুটেছে সাথে, তীক্ষ্ণ নখরে ছিঁড়ে খাচ্ছে সব।
ভালবাসাহীন পৃথিবীতে কাশ ফুলেরা আজ নিরাপদ নয়,
পিশাচ-ঘেরা অরণ্যে প্রজাপতিরা আর মুক্ত নয়,
খোলা আকাশে শ্বাস নিতে কষ্ট হয় ওদের,
আজ পৃথিবী দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত।
আমাকে কেউ একখণ্ড আকাশ দিতে পারো?
কত রাত তারায় ভরা আকাশ দেখিনা!
গল্পের বিষয়:
কবিতা