এভাবেই কেটে গেলো দিনকে দিন
কোনো অনুরাগ নেই
মেঘের কোলে ভেসে বেড়ায় দুঃখের বিকেল।
এখনও তাড়া করে
নিঝুম রাতে অধরা মাধুরী
নাভির ঘ্রাণে
গভীর থেকে ঝরে পরে ফোটা ফোটা জল
মিহিম সুতোয় বেঁধে রাখে
শুকনো বকুল।
কোনো অনুযোগ নেই
আছে পরিতাপ।
এ তুমি কেমন মেয়ে গো?
জানালার ফাঁক দিয়ে ছুড়ে দাও রঙ্গন
দূর থেকে কেড়ে নেও চোখের মনি।
থাক থাক
আর কৈফিয়ত নয়
চলো এই শ্রাবণ রাতে বৃষ্টিতে ভিজে যাই
মুছে যাক সব পরিতাপ।
গল্পের বিষয়:
কবিতা