অপেক্ষা

অপেক্ষা

অপেক্ষা বড় কস্টের আমি তা বুঝি
কারন অধির অপেক্ষায় আমি তোমাকে খুজি
তোমাকে পাবো বলে দু হাত দিলাম বাড়িয়ে
তবু ও তুমি নির্বাক ভঙ্গিতে রইলে দাড়িয়ে।
সব ভুলে বলেছি নিজের অভিলাস
কথা শুনে হেসেছো করোনী বিশ্বাস।
দেবদাসকে পাবার জন্য কত কেদেছে পার্বতী
দু হাতে করেছে মিনতী।
আমি ও কাঁদি একাকি নির্জন রাতে
কিন্তু হায় পার্বতীর মতো আমার ও দেবদাস নেই পাশে।
যখন পার্বতীর ফেরার ছিলো না কোন পথ
তখনী দেবদাস ফিরে আসতে করলো অনুরোধ।
পার্বতী কে ভালবেসে নিশ্ব হয়েছে দেবদাস
তুমি ও নিঃশ্ব হবে এ আমার বিশ্বাস।

গল্পের বিষয়:
কবিতা
DMCA.com Protection Status
loading...

Share This Post

আরও গল্প

সর্বাধিক পঠিত