রিমঝিম সুরে তুমি যখন এলে
অরুণোদয় যেন হলো
মোর দুয়ারে,
সে কি উষার আলো?
না গো না,
সে মোর মন প্রভাতের রাঙা আলো
যা তোমার স্পর্শে হরণ করেছে –
মোর হৃদয়টারে
আহারে আহারে! এ কি সুখ গায়ে মাখলো
আজ উঠানটা আমার
তোমার মায়ার সুশোভন স্পর্শেন্দ্রিতে।
গ্রীষ্মের প্রখর তাপে
অলস দুপুরেও যখন আমি উত্তপ্ত ক্লান্ত
তোমার আগমণে মন – প্রাণ আমার
তখনই হলো শান্ত
টুপটাপ স্পন্দনে তুমি
ছুঁয়ে দিলে কেন আমারে!
চেয়ে দেখো,
নব প্রাণে সঞ্চারিত মহীরুহ
আজ স্বাগত জানিয়ে গেল তোমারে।।
সবুজ সুখে সিক্ত হয়ে
সিগ্ধ হলো ধরিত্রী তোমার পরশ পেয়ে।
আর,আমায় রাঙিয়ে দিতে
জানি, হে জলধর তুমিই ছিলে
জানালার পেছনে সন্তর্পণে।
মোর ভাবনাগুলোকে
আজ মাতিয়ে গেলে তুমি
তাই সেজেছি গো, দেখো সেজেছি আমি।
তোমার স্পর্শে সেজেছে দেখো
আমার সমস্ত ভুবন
তাই হৃদয় চাইছে তোমার
স্বপ্ন ঘেরা আদর মাখা আলিঙ্গন।
গল্পের বিষয়:
কবিতা