সময়টা মাঝরাতের কাছাকাছি।
তোমার বারান্দার মেঝেতে গুড়ো রূপালী চাঁদের ছড়াছড়ি।
তুমি হাঁটছো এ’মাথা থেকে ও’মাথা, ও’মাথা থেকে এ’মাথা। বারবার।
শাড়ীর পার রূপালী ধূলোয় মাখামাখি।
পায়ের নুপুর চাঁদঝরা ধূলোয় আরো ঝকমকে।
আনন্দের প্রকাশ হিসেবে – ঝুমঝুম ঝুমঝুম।
চাঁদগোলাটার অনিন্দ চাঁদবদন দেখে প্রকৃতি বিস্ময়ে মুক।
সারা পৃথিবী জুড়ে একটাই শব্দ-ঝুমঝুম ঝুমঝুম।
তোমার মনের বন্ধ কুঠুরী থেকে একটা ডাক অনুভব করছো।
ওটা তোমারই ডাক।তুমি ডাকছো-ঠিক প্রিয় নয় অথচ অসম্ভব আকর্ষণ ।
তোমার নুপুর, তোমার মন বুঝতে পেরে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।
তাল, লয়,ছন্দ মিলিয়ে আরো বেশি ঝংকার তুলছে। দ্রুত। দরজায় করাঘাত ।
নূপুর তোমাকে ভাবার সুযোগও দিলো না।
ও যেনো নিজেই দৌড়ে গেলো।
দ্রুতলয়েI ঝুমঝুমে শব্দ তুলে।
নুপুরের ইচ্ছেয় তুমি দরজা খুললে।
নিষিদ্ধ মানুষের নিষিদ্ধ প্রবেশ।
নূপুর সার্থক।
আর তুমি?