কালোর্ত্তীন সময়ের স্রোতে ভেসে যায় যাপিতজীবন,
প্রতি দিনের পুরোনো হয়ে যাওয়া মায়া, স্বপ্ন, যা কিছু আপন।
আধ পুরোনো ওয়ার ড্রোবের কাপড়ের ভাজে ভাজে স্বপ্নিল প্রেম গুলো কাঁদে।
কখনও সেই লুকানো প্রেম নতুন করে ডানা ঝাপটায়, পা দেয় পুরনো ফাঁদে।
মধ্য রাতের স্বপ্ন ভাঙা নির্ঘুম রাত একা একাই ফুরায়।
বারান্দার কাছের চঞ্চল কাঠাল পাতা গুলো ও আড়ালে লুকায়।
নিত্যনৈমিত্তিক কিছু শব্দ নির্বাক ইট পাথর দেয়ালে হারায়।
আর কিছু কান্না, দুঃখ কিংবা অব্যক্ত অনুভূতি বহমান বাতাস নিয়ে যায়।
মেঘের আড়ালে চাঁদ লুকিয়ে মূহুর্তে ভাঙে স্বপ্নের পাহাড়।
তবুও প্রেমের দুনিয়াটা চলে নিয়ে অহর্নিশ আঁধার।
গল্পের বিষয়:
কবিতা