গতকাল হঠাৎ অন্ধকারে ডুবে চিটাগাং শহর
ধংস হলো যা কিছু চোখের সামনে সুন্দর
বহমান সমুদ্র ভাসিয়ে দিলো তীর
ভেঙেগ গেল স্বপ্ন সুখের নীড়
চির চেনা প্রকৃতির বিচিত্র খেয়াল
স্রোতস্বিনী নদীতে মাঝি তুললো না পাল
কতো ছোট বড় ঘর বাড়ি উপকূল ঘেষেঁ
এলো মেলো ধংসস্তুপ মানুষ নেই পাশে
হয়তো সরকারের কানে যাবে দুদিন পর
ততোক্ষনে রোয়ানু ফিরে নিয়ে যাবে ঘর
মানবাধিকার সংস্থা আর এনজিও গুলো
তাদের হাতে প্রদ্বীপ আছে নেই কোন আলো
উপকূলের স্বপ্ন ভাঙা টিনের ঘর
মুহুর্তে ভাঙে জীবন মুহুর্তে সব পর
তবুও থামেনা উপকূলের মানুষের প্রতিদিনের জীবন
সব মেনে নিয়ে ভাঙা বেড়া জোরা দিয়ে বাঁধে সুখের বাধঁন
গল্পের বিষয়:
কবিতা