ছায়া দুটি হেটে যায় পাশাপাশি
আজও
হতে পারেনা পরস্পরের মুখোমুখি
তবুও
হেটে যায় অন্ততকাল
বিবেকের চোখ আজ অন্ধ
স্বার্থপরতার রাস্তা আজ বড় বেশী প্রশস্ত
এই জায়গায় যবনিকাপাত হয়েছিল
একটি অনু্ভূতির!
একই অনু্ভূতির একটি অঙ্গীকার
ছায়া দুটি বেচেঁ আছে
তবুও
অনু্ভূতিরা মরে গেছে
অনেক গুলো জোসনার রাত অতীত
ল্যাম্পপোস্টের আলোতে ভালোবাসার নিস্পাপ চেহারা
আজ বিভৎস শকুনের মৃতদেহ।
আবারো মুখোমুখি বসে
মাঝখানে বিরাট এক ব্যবধান রেখে
ছায়া দুটি আবারো মিশে যায়
একে অন্যতে
তবুও
পুরনো স্বপ্নের ভেতর নতুন এক
অনু্ভূতির জন্ম হবে বলে।
অনাগত স্বপ্ন ছুঁয়ে যায়
নতুন অনু্ভূতির কান্নার অপেক্ষায়
তবুও।
গল্পের বিষয়:
কবিতা