কে কাকে তলব করে বুঝে লাভ নেই
আমরা তো শুয়ে আছি মাটি জাপটেই।
একে ধরে ওকে ধরে তাকে করে জেরা
সিরিয়াল হেন শুধু বাড়ে গল্পেরা।
পরোয়ানা নিয়ে চলে এত হইচই,
কেউ জানে গরীবের টাকা গেলো কই?
ফেরত পাবে না জানি, পায়না এ দেশে
তারিখ পে তারিখরা অনন্তে মেশে
তদন্ত চালু থাকে ঠিক ইতিউতি,
কোন কোন গায়ে লেপা ঘুষের বিভূতি,
সে কথা নানান মুনি বলে নানামতে,
প্রলেপ পড়ে না তবু অভাবের ক্ষতে।
গিয়েছে কাদের টাকা , হারিয়েছে ভিড়ে,
যে আঁধারে কাল ছিলো আজও সে তিমিরে,
কেউ মরে গেছে ঝুলে, কেউ ফলিডলে,
রাজনীতি সব ভুলে দাবা খেলে চলে..
কে কাকে তলব করে বয়ে গেছে ভারী
তুমি,আমি এলেবেলে আদার ব্যাপারী।
গল্পের বিষয়:
কবিতা