মাতৃভাষা বাংলা

মাতৃভাষা বাংলা

আমার মাতৃভাষা বাংলা ,
এ আমার আত্মার আত্মা ।
এ আমার মনের কোণে লালিত-
সহস্র সাধ-সাধনা ।

দুরন্ত নদী যেমন জানে নীল গগনকে,
গহন অরণ্য হাতছানি দেয় দুর্গম রহস্যকে,
আমার হৃদপ্রতিমা তুল্য মাতৃভাষাকে –
তেমনি জানি চেতনার নিগূঢ় টানে ।
হংসেরা যেমন স্বচ্ছন্দ গতি পায় –
জলে অবাধ বিচরণে ।
তেমনি আমার মাতৃভাষা –
চেতনার রঙে হয় সবুজ ।আনন্দ- উল্লাস
সুখানুভূতি প্রস্ফুটিত হয় প্রচুর।
তাই ….

1952-এর তেতে ওঠা রোদ্দুর ,
ধুলোর ঘূর্ণিঝড় ,কাটামারা জুতো পরা –
ঘাতকের হিংস্র ছোবল আর
সম্ভোগের আভাসে ভরা লকলকে
জিহ্বার জিঘাংসা যদি করে সম্ভাষণ ।
আবার যদি কখনো এহেন সংক্রামক ব্যাধি
এসে মহামারীর প্রকটরূপ করে ধারণ,
তবে ….

২১শে ফেব্রুয়ারির উদাত্ত আহ্বান –
আবারো ধ্বনিত হবে -রন্ধ্রে রন্ধ্রে।
বরকত, রফিক ,সালামের অজস্র তোকমারি,
আত্মত্যাগ মাতৃভাষাকে করবে বিশল্যকরণী।
তাই আবার সগর্বে সোল্লাসে –
বলবো আমার মাতৃভাষা বাংলা।

গল্পের বিষয়:
কবিতা
DMCA.com Protection Status
loading...

Share This Post

আরও গল্প

সর্বাধিক পঠিত